ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জুতা জীবাণুমুক্ত করবেন যেভাবে

নভেল করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে হাত বাইরে থেকে ফিরে জুতা পরিষ্কার করা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ জুতা বাইরে থেকে আসার পর ব্যবহৃত জুতা থেকেও ভাইরাস সংক্রমিত হতে পারে। তো চলুন জেনে নেই জুতা জীবাণুমুক্ত করার উপায় :

কয়েক জোড়া জুতা রাখুন ব্যবহারের জন্য
ঘরে ও বাইরে পরার জুতা অবশ্যই আলাদা রাখুন। এমনকি সম্ভব হলে বাইরে পরার জুতাও কয়েক জোড়া রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের জন্য।

জুতা খুলে ঘরে প্রবেশ করুন
দরজার বাইরেই রেখে আসুন জুতা। প্রয়োজনে জুতার র‍্যাক দরজার বাইরে রেখে দিন।

সরাসরি হাতের সাহায্যে জুতা খুলবেন না
খালি হাতে জুতা খুলবেন না। গ্লাভস পরে জুতা খুলে পা ভালো করে ধুয়ে নিন। গ্লাভস খুলে হাতও ধুয়ে নিন।

জুতার বাইরের অংশ পরিষ্কার করুন
জুতা র‍্যাকে উঠিয়ে রাখার আগে পুরনো তোয়ালে ব্যবহার করে জুতার বাইরের অংশ পরিষ্কার করে নিন। জীবাণুনাশক স্প্রে করে পুরনো তোয়ালে দিয়ে মুছে নিন জুতার বাইরের অংশ।

সপ্তাহে একদিন ভিজিয়ে রেখে জুতা পরিষ্কার করুন
ভিনেগার ও বেকিং সোডা মিশ্রিত পানিতে কাপড়ের জুতা ভিজিয়ে রেখে পরিষ্কার করুন সপ্তাহে একবার। চামড়ার জুতা হলে সাবান-পানিতে ভিজিয়ে রাখুন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন