সম্প্রতি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির সম্ভাবনায় আবারও সুখবর দিল যুক্তরাজ্য। দেশটিতে করোনা প্রতিরোধে নিজেদের তৈরি নতুন একটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, এই ট্রায়ালে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। ইম্পিরিয়াল কলেজে নতুন এই ভ্যাকসিন ট্রায়াল কার্যক্রমে নেতৃত্বে রয়েছেন অধ্যাপক রবিন শাটক এবং তার সহযোগীরা।
ইতোমধ্যে পশুর পরীক্ষা ভ্যাকসিনটির পরীক্ষায় দেখা গেছে এটি নিরাপদ এবং শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে এর আগেও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ব বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ভাইরাসের একটি ভ্যাকসিনের মানুষ্য শরীরে ট্রায়াল শুরু করেছে।
কিন্তু এখন পর্যন্ত এই রোগের কোনো কার্যকরী কোনো ভ্যাকসিন আবিষ্কারের খবর আসেনি। তবে এর প্রতিষেধক আবিষ্কারে উঠেপড়ে লেগেছে বিশ্ব। ভ্যাকসিন আবিষ্কারে বর্তমানে চলমান আছে প্রায় ১২০টি প্রকল্প।
আরও জানা গেছে, প্রথম ধাপের ট্রায়াল শেষে অক্টোবরের দিকে দ্বিতীয় ধাপের ট্রায়ালের পরিকল্পনা রয়েছে তাদের এবং এতে অংশ নেবেন ৬ হাজার মানুষ। তবে ইম্পিরিয়ালের গবেষক দল খুবই আশাবাদী যে, ২০২১ সালের শুরুর দিকেই এই ভ্যাকসিন যুক্তরাজ্য এবং অন্যান্য দেশেও বিতরণ করা যাবে।
আনন্দবাজার/এইচ এস কে