ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার মধ্যেও বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়ে ৮৪ হাজার

এত সংকটের মাঝেও দেশে বাড়ছে কোটিপতি আমানতকারীর হিসাব। করোনার বর্তমান পরিস্থিতিতেও বাণিজ্যিক ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৩৯টি। গত বছরের ডিসেম্বর ভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

তিন মাস আগে ২০১৯ সালের সেপ্টেম্বর শেষে দেশে কোটিপতির হিসাব ছিল ৭৯ হাজার ৮৭৭টি। কিন্তু তিন মাসের ব্যবধানে কোটিপতিদের হিসাবের সংখ্যা বেড়েছে তিন হাজার ৯৬২টি। এই হিসাব অনুযায়ী এক বছরের ব্যবধানে কোটিপতি আমানতকারী বেড়েছে আট হাজার ২৭৬ জন।

তবে কোটিপতিদের আমানত বৃদ্ধি পাওয়াকে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ। এই ব্যাপারে তিনি বলেন, দেশের অর্থনীতি মুক্তিযুদ্ধ  এবং বঙ্গবন্ধুর অর্থনীতির নিয়মে চলছে না। বঙ্গবন্ধুর অর্থনীতি ছিল আমাদের প্রবৃদ্ধি যতই হোক তা সমান ভাগে দেশের জনগণের মাঝে বন্টন করা হবেন।

কিন্তু এখন তা হচ্ছে না। প্রবৃদ্ধি বর্তমানে শতকরা পাঁচ ভাগ লোকের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যার ফলে প্রবৃদ্ধি বাড়ছে, মানে বড়লোক বাড়ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন