ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা অর্থ সহায়তা দিতে অনলাইন কনসার্ট শুরু আজ

করোনায় বর্তমানে দেশের অবস্থা অনেক কারাপ। এমন পরিস্থিতিতে এই মহামারিতে সহায়তা তহবিল গঠনে ‘স্বপ্নের ডাক’ নামে অনলাইন কনসার্টের আয়োজন করেছে ‘এশিয়াটিক ইএক্সপি’ ও অস্ট্রেলিয়ার ‘লিসেন ফর’ এবং সহযোগিতা করছে ইউএনডিপি।

বাংলাদেশ সময় আজ রাত আটটায় প্রথম পর্ব প্রচারের মাধ্যমে শুরু হবে এই কনসার্ট। এরপর একে একে দেখা যাবে সব পর্ব। কনসার্টটি বাংলাদেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের অংশগ্রহণের সুবিধার্থে চারটি টাইম জোন এবং চারটি পর্বে নিয়ে ভাগ করা হয়েছে। বাংলাদেশ জোনে ২০ জুন তাদের নিজস্ব সময় রাত ৮টায় এই কনসার্ট সরাসরি দেখা যাবে স্বপ্নের ডাক ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।

জানা গেছে, ইউএনডিপির মাধ্যমে এ আয়োজন থেকে পাওয়া সব অর্থ সহায়তা হিসেবে যাবে অসহায় মানুষের কাছে ।

কনসার্টটিতে দেশি এবং বিদেশি শিল্পীরা অংশগ্রহণ করবেন। শাফিন আহমেদ,বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, মাকসুদ ও ঢাকা, তাহসান খান, মিলা, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি প্রমুখ দেশ থেকে এবং শ্রীকান্ত আচার্য, নচিকেতা, লোপামুদ্রা মিত্র, অর্ক মুখার্জি, চন্দন, অনিলা চৌধুরী প্রমুখ দেশের বাইরে থেকে অংশগ্রহণ করবেন।

আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, হাসান আরিফ, প্রজ্ঞা লাবণী এবং শারমিন লাকি। আলাপচারিতায় যোগ দেবেন সারা যাকের, জুয়েল আইচ, নুসরাত ফারিয়া, মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপূর্ব, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি প্রমুখ। বিস্তারিত জানতে এবং সহযোগিতা করতে ঢুকতে পারেন এই লিঙ্কে—www.swapner-daak.org.

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন