ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মত মঙ্গলে যাবে হেলিকপ্টার!

মহাকাশে উড়তে পারে এমন একটি হেলিকপটার তৈরি করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশে উড়তে পারা এটাই প্রথম হেলিকপ্টার। আগামী জুলাইয়ে এই হেলিকপ্টারটিকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।

হেলিকপ্টারটি নাসার ‘মঙ্গল অভিযান ২০২০’ এর একটি প্রকল্প। যার মধ্যে একটি পারসিভারেন্স রোভার রোবট ডিজাইন করা হয়েছে যা রেড প্লানেটের সম্ভাব্য বিষয়গুলো সম্পর্কে জানাবে। প্রকৃতপক্ষে নাসা এই রোবটিক হেলিকপ্টারটি দিয়ে পরীক্ষা করতে চাইছে এটি উড়ে যেতে সক্ষম হবে কিনা।

নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন বলেছেন, আমরা চাইছি প্রথমবারের মতো পৃথিবীর বাইরে কোনো গ্রহে হেলিকপ্টার উড়তে দেখতে পাবো। আগামী ১৭ জুলাই মিশনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

জিম আরও বলেন, আমরা মানব ইতিহাসে যা ঘটেনি সেটি ঘটাতে যাচ্ছি, যার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমরা। রোভার রোবটিক হেলিকপ্টারটি তৈরি করতে নাসাকে ৬ বছর কাজ করতে হয়েছে। যাতে যুক্ত করা হয়েছে ২৩টি ক্যামেরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন