ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক রফতানিকারকদের কাছে টেক্সটাইলের ১৭০০ কোটি টাকা আটকা

পোশাক খাতের প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা সমমূল্যের ১৯ কোটি ডলার আটকে আছে পোশাক রফতানিকারকদের কাছে। জানা গেছে, ১৪ দিনের মধ্যে এই বিল পরিশোধের কথা থাকলেও অনেক রফতানিকারকই তিন থেকে চার মাস যাবৎ বিল পরিশোধ করছেন না।

এমতাবস্থায় ব্যাক টু ব্যাক আমদানি ঋণপত্র স্থাপনকারী (এলসি) ব্যাংকগুলোকে খুব দ্রুত স্থানীয় রফতানিকারক তথা টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের বিল পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এই সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীকে অবগত করা হয়েছে।

বিটিএমএ থেকে এ  ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে গতকাল জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানান হয়েছে, খুব দ্রুত ব্যাক টু ব্যাক এলসির বিল পরিশোধ করতে হবে। কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা অমান্য করলে বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র হতে জানা গেছে, প্রাথমিকভাবে ব্যাংকগুলোকে জরিমানা করা হবে। এরপরেও নির্দেশনা অমান্য করলে  সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন