ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমতি পেল ব্যাংকগুলো

এখন থেকে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। বার্ষিক ভ্রমণ কোটার বিপরীতে এই কার্ড ইস্যু করা যাবে। তবে কেউ যেন ভ্রমণ কোটার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয়ের সুযোগ না পায় সে ব্যবস্থা করেই এই ডেবিট কার্ড ইস্যু করতে হবে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মতোই ভ্রমণ কোটার বিপরীতে ডেবিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। এই কার্ড দিয়ে কেনাকাটা, যাতায়াত, হোটেলের বিল পরিশোধসহ অনুমোদিত সবই করা যাবে। তবে বছরে একজন ১২ হাজার ডলারের বেশি খরচ করতে পারবেন না। তবে ক্রেডিট কার্ডে যেমন একটা সীমা দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে তা থাকবে না। ফলে গ্রাহক নিজের অ্যাকউন্টে টাকা থাকা সাপেক্ষে ভ্রমণ কোটার পুরোটাই খরচের সুযোগ পাবেন।

সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় মুদ্রায় খোলা হিসাবের বিপরীতে এই আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যু করা যাবে। এ জন্য বার্ষিক ভ্রমণ কোটার প্রাপ্য ডলার অ্যন্ড্রোমেন্ট করতে হবে। আর কোনোভাবেই যেন গ্রাহক ভ্রমণ কোটার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করতে না পারে তা নিশ্চিত হওয়ার ব্যবস্থা ব্যাংকগুলোকে করতে হবে। আর যে অ্যাকাউন্টের বিপরীতে কার্ড ইস্যু হবে তাতে পর্যাপ্ত টাকা থাকতে হবে। যেখান থেকে ব্যাংক বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে সমন্বয় করে নেবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন