ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের অনলাইন লেনদেনে উদ্বুদ্ধ করার আহ্বান

ডিএডই (ঢাকা স্টক এক্সচেঞ্জের) পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ করোনা ভাইরাস মহামারির সময়ে বিনিয়োগকারীদের অনলাইনে ট্রেডিংয়ের বিষয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৬ জুন) ডিএসইর ট্রেনিং একাডেমির আয়োজিত রোল অব স্টক ব্রোকার্স ইন ইন্টারনেট বেইজড ট্রেডিং শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

কর্মশালায় তিনি জানান, লেনদেনের সময় কমপ্লায়েন্সগুলোও সঠিক নিয়মে পালন করতে হবে। বিনিয়োগকারীদের অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে ডিএসই মোবাইল অ্যাপ্লিকেশনটি বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অনলাইন ট্রেডিংকে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় করতে এ সময় প্রতিটা ব্রোকারেজ হাউজকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আর এ বিষয়ে ডিএসই ব্রোকারেজ হাউজগুলোকে সর্বাত্মক সহযোগিতা দেবে। তিনি অনলাইন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনেও উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের প্রতি অনলাইন ট্রেডিং বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতিতে এ ধরনের অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসই ট্রেনিং একাডেমিকে ধন্যবাদ জানায়।

এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪টি সেশনে ৪০০ জন ব্রোকারেজ হাউজের কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। কর্মশালার সেশনসমূহ সঞ্চালন করেছিলেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার ও ডিএসই ট্রেনিং একাডেমির ইনচার্জ মুহাম্মদ রনি ইসলাম।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন