ঢাকা | শনিবার
৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জৈবিক পরিবর্তনে আরও সংক্রামক হয়ে উঠতে পারে করোনা : গবেষণা

 বার বার জিনগত পরিবর্তনের মধ্যে দিয়ে করোনাভাইরাস আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একদল বিজ্ঞানী। তাদের ধারণা ক্ষতিকণার জীবকণাটির এমন বিবর্তন একে মানুষের শরীরে আরও দ্রুত সংক্রমণ ছড়াতে সাহায্য করবে।

করোনার জৈবিক বৈশিষ্ট্যে এমন পরিবর্তন চলমান মহামারিতে নতুন গতি সংযুক্ত করছে কিনা তা প্রমাণ করতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে, বলেও জানান বিজ্ঞানীরা।

 ভাইরাসের বৈশিষ্ট্য পরিবর্তনের আলোচিত এই গবেষণাটি করছে ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউড। সেখানকার বিজ্ঞানীরা বলেন, গোলাকৃতির ভাইরাসের গায়ের স্পাইক গুলোর আমিষ পরিবর্তনের দ্বারা সংক্রমিত হচ্ছে। আর এই স্পাইকের মাধ্যমেই সেটি অন্য প্রাণীর দেহে সংক্রমিত করে।

জানা গেছে, গবেষণার মাধ্যমে নিশ্চিত হওয়া গেলে এই প্রথমবারের মতো ভাইরাসের জৈবিক পরিবর্তনের কারণে যে চলমান মহামারি অন্যরূপ ধারণ করবে তা প্রমাণ করা সহজেই সম্ভব হবে।

স্ক্রিপসের গবেষক দল প্রধান হায়েরুন চো এক বিবৃতিতে জানিয়েছেন, গবেষণাগারে আমরা সেল কালচারের সাহায্যে জীবাণুর শরীরে যেসব পরিবর্তন ঘটাই, প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তিত ভাইরাস তার থেকেও অনেক বেশি সংক্রামক।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন