সম্প্রতি গত বছরের তুলনায় শেয়ারবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির মুনাফা কমেছে। কোম্পানিগুলো হচ্ছে ইভিন্স টেক্সটাইলস, সিভিও পেট্রোকেমিক্যাল এবং কে অ্যান্ড কিউ।
কোম্পানি তিনটির পরিচালনা পর্ষদ সভায় প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। জানা গেছে, আজ রবিবার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইভিন্স টেক্সটাইল কোম্পানির চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৫২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৯ পয়সা। সে হিসাব অনুযায়ী আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ২৭ পয়সা।
সিভিও পেট্রোকেমিক্যাল একই সময়ে শেয়ার প্রতি মুনাফা কমেছে ৪ পয়সা, যা গত বছরে ছিল ১৭ পয়সা। সে হিসেব অনুযায়ী এই বছরে এই কোম্পানির ১৩ পয়সা মুনাফা কমেছে।
তবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করলেও ৯ মাসের হিসাবে কোম্পানিটি বর্তমানে লোকসানেই রয়েছে। এদিকে মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দরও গত বছরের তুলনায় কমেছে। চলমান বছরের মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ দর দাঁড়িয়েছে ১৪ টাকা ৫ পয়সা, যা ২০১৯ সাল জুন শেষে ছিল ১৪ টাকা ৫৭ পয়সা।
অপরদিকে কে অ্যান্ড কিউ কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা করেছে ২৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৪ পয়সা। সে হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৯ পয়সা।
আনন্দবাজার/এইচ এস কে