ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে কবরের জায়গা সংকটে মুসলমানরা

করোনাভাইরাসে বিপুল মৃত্যুর কারণে মুসলমানদের কবরের জায়গা সংকট দেখা দিয়েছে ইতালিতে। দেশটির ইমাম ও মুসলিম কমিউনিটির নেতারা কর্তৃপক্ষের কাছে ইসলামিক কবরস্থানের জন্য জায়গা বাড়াতে বলেছেন। যেসব সমাধিস্থল রয়েছে সেখানে মুসলমানদের জন্য বাড়তি জায়গাও চেয়েছেন তারা।

মিলানের একটি মসজিদের ইমাম আব্দুল্লাহ বলেন, মহামারি সময়ের অভিজ্ঞতাটা আমরা অনুভব করতে পেরেছি। তবে এটা কখনো কখনো আরো গভীর, যখন কিছু পরিবার তাদের মৃত স্বজনকে কবর দেওয়ার জায়গা পায় না। কেননা শহর অঞ্চলের সমাধিস্থানগুলোতে মুসলিমদের জন্য কোনো অংশ বরাদ্দ নেই।

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর বেশির ভাগই উত্তরের শহর লম্বর্দি অঞ্চলের। আর আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার।

ইতালিতে মোট মুসলমানের সংখ্যা প্রায় ২৬ লাখ। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪.৩ শতাংশ। তাদের বেশির ভাগেরই বাস দেশটির উত্তর দিকে। এর মধ্যে আবার ৫৬ শতাংশই বিদেশি নাগরিকত্বধারী।

মিলানের উপকণ্ঠে ব্রুজ্জানোর একটি সমাধিক্ষেত্রে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নিজের স্ত্রীকে দাফন করেছেন ইসলাম ধর্মাবলম্বী প্রায় ৫০ বছর বয়সী মুস্তাফা মুলাই। মুসলমান হয়েও রোমান ক্যাথলিকদের সমাধিক্ষেত্রে স্ত্রীকে কবর দেওয়া নিয়ে মুস্তাফা বলেন, এটাই হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল।

ইতালিতে মুসলমানদের দাফন ব্যবস্থা অত্যন্ত জটিল। করোনা মহামারির আগে কেউ মারা গেলে মৃতদেহগুলো তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতো। নতুবা দেহগুলো দিনের পর দিন ফেলে রাখা হতো মর্গে। অনেক ক্ষেত্রে কবরের জায়গা খোঁজার আগ পর্যন্ত মৃতদেহ ঘরেই রাখতে হতো।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন