করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে চীনে এই মে মাসে দুইবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যে নেমেছিল। তবে আবারও নতুন করে আক্রান্ত রোগী পাওয়া গেছে সেখানে।
এর আগে ২২ মে পর গত বৃহস্পতিবার পর্যন্ত নতুন কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে গত শুক্রবার (২৯ মে) আরও চারজনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানা যায়, নতুন চারজন রোগীর প্রত্যেকেই দেশের বাইরে থেকে এসেছেন। এখন মাত্র ৬৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন পাশাপাশি আরও ৪০১ জন আইসোলেশনে রয়েছেন। তাদের কারো কারো ভাইরাসের উপসর্গ থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে, আবার কেউ বা উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ।
আনন্দবাজার/তা.তা