ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর সিটির ৫৭ টি ওয়ার্ডে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন হচ্ছে

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহের বুথ স্থাপন করার উদ্যোগ নিয়েছেন মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। তবে আজ গাজীপুর সিটির আটটি অঞ্চলে প্রাথমিকভাবে আটটি নমুনা সংগ্রহের বুথ বসানো হয়েছে।

জানা গেছে, মেয়রের উদ্যোগে আটটি বুথ বসানো হয়েছে। প্রতিটি বুথে নমুনা সংগ্রহ করার জন্য থাকবে দক্ষ টেকনিশিয়ান। এসব বুথে নমুনা সংগ্রহকারী ও ভুক্তভোগী উভয়েই নিরাপদ থাকতে পারবেন। কাঁচে মোড়ানো বিশেষ একটি বুথের ভেতর থেকে বাইরে থাকা ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে। প্রাথমিকভাবে আটটি বুথ উদ্বোধন করা হলেও খুব শীঘ্রই ৫৭টি ওয়ার্ডে তা স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র।

জানতে চাইলে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘হাসপাতালে গিয়ে করোনাভাইরাস পরীক্ষার প্রতি এক ধরনের অনীহা রয়েছে রোগীদের। কিন্তু রোগ নিয়ে ঘরে বসে থাকলে নিজের জীবন হুমকির মুখে পড়বে এবং অন্যদের মাঝে ভাইরাস ছড়াবে। তাই নাগরিকদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নমুনা সংগ্রহের বুথ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব কম সময়ের মধ্যে সব কয়টি ওয়ার্ডে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ বসানো হবে।’

নাগরিকদের প্রতি মেয়র বলেন, ‘ভাইরাস নিয়ে বসে থাকা যাবে না। কোন ধরণের লক্ষণ দেখা দিলে নিকটস্থ বুথে বা হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য অনুরোধ জানাই। যত পরীক্ষা হবে তত দ্রুত নিজের নিরাপত্তা নিশ্চিত হবে। প্রতিটি ওয়ার্ডে নমুনা সংগ্রহের বুথ বসানো হবে। প্রয়োজন হলে পরবর্তীতে প্রতি ওয়ার্ডে একাধিক বুথ দেওয়া হবে।’

এক চিকিৎসক বলেন, ‘গাজীপুরের মেয়র মহোদয় করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকেই দারুণ কাজ করে যাচ্ছেন। তার কাজে এই নগরের সবাই খুশি। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ স্থাপনের বিষয়টিও দারুণ। এখন করোনা পরীক্ষার প্রক্রিয়া গাজীপুরে আরো সহজ হবে বলে আমার বিশ্বাস।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন