সম্প্রতি রাশিয়ার মস্কো চিড়িয়াখানায় মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেঁচে থাকা একটি কুমির। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৪ বছর। জানা গেছে, স্যাটার্ন নামের কুমিরটি ছিল জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের।
স্যাটার্নকে য় উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ১৯৩৬ সালে যুক্তরাষ্ট্রে জন্মের পরই তাকে সেখানে দেওয়া হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কুমিরটি বার্লিন চিড়িয়াখানাতেই ছিল। কিন্তু যুদ্ধচলাকালীন সময়ে ১৯৪৩ সালে বোমা বিস্ফোরণ হলে চিড়িয়াখানা থেকে কুমিরটি পালিয়ে যায়।
প্রায় তিনবছর পর এক ব্রিটিশ সৈন্য তাকে খুঁজে পায়। এবং পাওয়ার পর সোভিয়েত ইউনিয়নকে তাকে দিয়ে দেয়। এরপর থেকে রাশিয়াতেই ছিল কুমির স্যাটার্ন। এবং গেল ৭৪ বছর থেকে স্যাটার্নের দেখাশুনা করে আসছিল মস্কো চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
স্যাটার্ন বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির কিনা তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। অপরদিকে সার্বিয়ার বেলগ্রেড চিড়িয়াখানায় মুজা নামের ৮০ বছর বয়সী একটি কুমির রয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে