ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীনের মহাপরিকল্পনা

প্রযুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করতে এক মহাপরিকল্পনা করেছে চীন। নতুন পরিকল্পনার অধীনে চীন ওয়্যারলেস নেটওয়ার্ক থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উচ্চমানের প্রযুক্তি পর্যন্ত সব ধরনের প্রজুক্তিই তৈরি করতে চায়।

তাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চীন ২০২৫ সাল পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে। এই পরিকল্পনাটি হাথে নেওয়ার পেছনে রয়েছেন স্বয়ং চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে শহরে সরকার (আরবান গভর্নমেন্ট) এবং আলিবাবা, হুয়াওয়ে ওসেন্সটাইম গ্রুপের মতো তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোকে পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস বা তারবিহীন নেটওয়ার্ক সহজভাবে করে তোলা, ক্যামেরা এবং সেন্সর উদ্ভাবন ও এআই সফটওয়্যারের উন্নতি করার জন্য আহ্বান জানানো হয়েছে, যেন কারখানা স্থাপনের সম্ভাবনাকে ত্বরান্বিত করবে।

তবে এত বড় আকারের বিনিয়োগ করার ফলে প্রযুক্তি খাতে ২০২৫ সালের মধ্যে ‘মেড ইন চায়না’ কর্মসূচি সফল করতে সহায়ক ভূমিকা পালন করবে হবে বলে আশা করছে তারা। কিন্তু চীনের এমন উদ্যোগের ফলে ব্যাপক সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এই ব্যাপারে ডিজিটাল চায়না হোল্ডিংসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মারিয়া ক্বোক জানান, আগে কখনো এ রকম না ঘটলেও প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিযোগিতায় সফলতার জন্য এবারে চীন দাবার নতুন চাল দিয়ে খেলাটা শুরু করেছে। তবে শুধু বিনিয়োগ খাতেই নয় চলতি মে মাসের গোড়ার দিকে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতেও প্রযুক্তি খাতে জোর দিচ্ছে।

তবে সম্ভাবনাময় খাতগুলোতে দ্রুত অর্জনের ফলে করোনা মহামারির পরে চীনের অর্থনীতি নতুন এক শক্তি পাবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন