ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে মা দিবসের ৫ উপহার

এসে গেল মা দিবস উদযাপনের সময়। তবে করোনার কারণে দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে মাকে কী উপহার দেওয়া যায়, সেই চিন্তা করছেন অনেকেই। তো চলুন জেনে নেই এই লকডাউনে ঘরে বসেই কি উপহার দিবেন মাকে।

কেক বেক করুন

এই লকডাউনে মা দিবসে নিজের হাতে মায়ের জন্য কেক বেক করুন। খুব সামান্য যে ২-৩টি উপকরণ কেক বানাতে লাগে, তা লকডাউনের বাজারে পেতে আপনাকে খুব একটা সমস্যায় পড়তে হবে না। আবার ছোট কাপ বা কফি মাগে বানাতে পারেন বিভিন্ন স্বাদের রকমারি কেক।

মায়ের পছন্দের খাবার রাঁধুন

লকডাউনে বাড়ির গৃহিণীদের কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। রোজ নিশ্চয়ই লক্ষ করেছেন যে, পরিচারকের অনুপস্থিতিতে কঠোর পরিশ্রম করে রোজ আপনার সব চাহিদা মিটিয়ে যাচ্ছেন আপনার মা। তাই মাদার্স ডে-র বিশেষ দিনটায় তাঁকে সম্পূর্ণ ছুটি দিন। আর নিজে রাঁধুন তাঁর পছন্দের খাবারগুলি।

চকোলেট ও বিশেষ বার্তা

খুব ভালো উপহার হয়ে উঠতে পারে আপনার নিজের হাতে তৈরি করা মায়ের জন্য কোনও গ্রিটিংস কার্ড বা বিশেষ বার্তা। সেই কার্ডে মায়ের জন্য বিশেষ কোনও কবিতা বা লাইন লিখতে পারেন, যা আপনার মায়ের মনকে আনন্দে ভরিয়ে দেবে। মায়ের শোয়ার টেবিলের কাছে সেই কার্ড আর পাশে চকোলেট রেখে দিতে পারেন। যাতে ঘুম থেকে উঠেই সন্তানের ভালোবাসায় তাঁর খুব সুন্দরভাবে দিনটি শুরু হয়।

ডিজিটাল উপহার

মাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার উপায় এখন নেই। কাজেই ডিজিটাল প্ল্যাটফর্মই এখন অসয়মের সাথী। কোনও বিশেষ সাইট বা তার কোনও শোয়ের স্ট্রিমিং সাবস্ক্রাইব করে মাকে উপহার দিতে পারেন এই বিশেষ দিনে। অথবা কোনও ই-বুক বা অডিয়ো বুক সাবস্ক্রাইব করে উপহার দেওয়ার ভাবনাটাও মন্দ নয়।

বিশেষ ভিডিও তৈরি

মায়ের আর আপনার বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে মোবাইলে একটি ভিডিও তৈরি করে তা মাকে উপহার দিতে পারেন। সেই ভিডিয়োতে লিখে দিতে পারেন মায়ের মন ভিজিয়ে দেওয়ার মতো কয়েকটা লাইন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন