ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাউ চাষে স্বাবলম্বী কৃষক

সম্প্রতি সিরাজগঞ্জে চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকী মধ্যপাড়া গ্রামের এক হতদরিদ্র কৃষক মো. হাবিবুর রহমান লাল তীর হাইব্রিড জাতের লাউ চাষ করে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ছানোয়ার হোসেনের পরামর্শে নিজের ৫ শতাংশ জমিতে ১ হাজার ৫ শত টাকা খরচ করে লাল তীর হাইব্রিড জাতের লাউয়ের চাষ শুরু করেন।

এদিকে, লাউ চাষের মাত্র ৬০-৭০ দিনের মধ্যেই খরচ বাদে অতিরিক্ত প্রায় ১৫ হাজার টাকা আয় করেন তিনি। হাবিবুর রহমান জানান, ৫ শতক জমিতে ১০ পিচ লাল তীর হাইব্রিড চারা রোপন করে আমি এখন আর্থিক ভাবে সাবলম্বী হয়েছি।

তার স্ত্রী জানান, আমাদের অভাবের সংসারে আমার স্বামীর সাথে সহযোগিতা করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এখন আমরা ছেলে-মেয়ে নাতী-নাতনী নিয়ে ভালো ভাবে চলছি ৷

এ বিষয়ে চৌহালী উপজেলা কৃষি অফিসার মো. জেরিন আহমেদ জানান, কৃষকের যে কোনো সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। সেই পরামর্শকে কাজে লাগিয়ে কৃষকরা সবজি চাষের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। শুধু তাই নয়, এটা সত্যি যে মেধা, শ্রম ও ইচ্ছা শক্তি দ্বারা যে কোনো কৃষকই তার ভাগ্যের পরিবর্তন করতে পারেন। এর যথেষ্ট প্রমাণ হচ্ছে মো. হাবিবুর রহমান।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন