ইতালির বিজ্ঞানিরা দাবি করেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী একটি কার্যকর টিকা আবিষ্কার করেছেন। তারা বলেন, ইঁদুরের পর এই টিকা ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করেও কাঙ্খিত ফল পাওয়া গেছে। তারা মনে করেন, এই টিকা প্রয়োগের পর দেহে করোনা ভাইরাস প্রবেশ করলেও সেটি তার কার্যকারিতা হারায়।
ইতালিয়ান বিজ্ঞানীদের এই দাবি সত্য হলে এটি এই মুহূর্তে বিশ্ববাসীর কাছে সবচেয়ে স্বস্তি আর আনন্দের খবর হবে। কারণ বিশ্ব অনেকটাই লণ্ডভণ্ড হয়ে রয়েছে মারাত্মক এই ভাইরাসের তাণ্ডবে। করোনা রোধ করতে পুরো বিশ্ব আজ বিচ্ছিন্ন। একদিকে জীবন ও জীবিকা নিয়ে আতঙ্ক, অন্যদিকে ঘর-বন্দী থাকতে থাকতে হাঁপিয়ে উঠা মানুষ মুক্তির জন্য ব্যাকুল হয়ে আছে।
বিভিন্ন দেশে এর মধ্যেই করোনার টিকা নিয়ে কাজ শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জানায়, বর্তমানে বিশ্বে একাধিক টিকা নিয়ে কাজ চলছে, যার মধ্যে ৮টি টিকা পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ শুরু করেছে কার্যকারিতা পরীক্ষার জন্য। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে করোনার টিকা পেতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সরকার।
করোনার টিকা নিয়ে নানা উদ্যোগ থাকলেও দেড় দুই বছরের আগে কোনো টিকা আলোর মুখ দেখবে না বলে ধারণা ডব্লিউএইচওসহ সংশ্লিষ্ট সবার। এমন অবস্থায় ইতালির টিকাটি সত্যিই কার্যকর প্রমাণিত হলে বিশ্ববাসীর রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি মিলবে।
আনন্দবাজার/এস.কে