করোনাভাইরাসের কারণে দেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। তবে এই ছুটির মধ্যেও ব্যাংকিং ব্যবস্থার আওতায় এনআরবি বন্ডসমূহের যাবতীয় লেনদেন কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাধারণ ছুটি থাকা সত্ত্বেও চালু ছিল ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এর নগদায়ন এবং কুপন প্রদান সংক্রান্ত সেবা। তবে এখন থেকে বিক্রয়, পূর্ণ বিনিয়োগ, নগদায়ন ও কুপন প্রদানসহ অন্যান্য সেবাও চালু করতে হবে। রবিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে প্রবাসীদের বিনিয়োগ এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে এনআরবি সমূহের যাবতীয় লেনদেন কার্যক্রম চালু থাকবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বন্ড নীতিমালার ধারা সমূহ যথাযথভাবে পরিপালনের জন্য পরামর্শ দেওয়া হলো।
আনন্দবাজার/ টি এস পি