যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইউরোপের কিছু দেশে কমতির দিকে। তবে ব্রাজিলে বাড়ছে লাশের সারি। এমনকি দক্ষিণ এশিয়াতেও বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। এর মাঝে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসির (সিআইডিআরএপি) গবেষকেরা বলেছেন, করোনার মহামারি শেষ হতে দুই বছর লাগতে পারে।
তাদের মতে, বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের এই রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত মহামারি নিয়ন্ত্রণে আসবে না। মিনেসোটা বিশ্ববিদ্যালয় এমন সময়ে এই সতর্কবার্তা দিচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন তুলে নেওয়ার চিন্তাভাবনায় রয়েছে।
সিআইডিআরএপির গবেষকেরা বলেছেন, এই ভাইরাস এমন মানুষও ছড়াতে পারে, যাদের দেখে মনে হবে তারা অসুস্থ নয়। যেকোনো ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণের চেয়ে এই ভাইরাস নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হবে। যখন প্রায় ৭০ শতাংশ মানুষের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, তখন সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে।
নতুন এই গবেষণায় আরও জানানো হয়েছে, করোনায় আক্রান্ত দেশগুলোকে এই প্রস্তুতি নিতে হবে যে এই মহামারি এখনই শেষ হচ্ছে না। আর সাধারণ মানুষকেও এই জন্য প্রস্তুতি নিতে হবে যে এই ভাইরাসের পর্যায়ক্রমিক পুনরুত্থান হতে পারে আগামী দুই বছরের মধ্যে।
আনন্দবাজার/এফআইবি