ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে কাঁচা আম, বেগুন ও কাঁচা মরিচের দাম

কমেছে কাঁচা আমের দাম। রোজার আগে একশ টাকা টাকা কেজি বিক্রি হওয়া কাঁচা আমের দাম কমে এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়। এছাড়া দাম কমেছে বেগুন ও কাঁচা মরিচেরও। দাম অপরিবর্তিত রয়েছে সবজির দাম।

আম বিক্রেতা মিলন জানান, কাঁচা আম বাজারে এসেছে দুই সপ্তাহ পার হয়েছে। সময়ের সঙ্গে বাজারে আমের সরবরাহ বাড়ায় দাম কমছে। শুরুর দিকে এই আমের কেজি একশ টাকা বিক্রি করেছি। এখন তা ২০ টাকায় বিক্রি করছি। দাম যেমন কমেছে, বিক্রিও তেমন বেড়েছে।

এছাড়া দাম কমেছে কাঁচা মরিচ, বেগুন ও শসার দাম। রোজার প্রথম দিন ৮০-১০০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এবং ১২০ টাকায় উঠে যাওয়া কাঁচা মরিচএখন ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ৬০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

তবে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে।এখন করলা ৩০-৪০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, পাকা টমেটো ২০-৪০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, পটল ৩০-৪০ টাকা, ঝিঙা ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে কমেছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। কেজিতে ১০ টাকা কমে ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। ৩০০-৩৫০ টাকা কেজি বিক্রি হওয়া আদার দাম কমে এখন বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা। ১৭০-১৮০ টাকার রসুন এখন বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা কেজি।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন