একবার আক্রান্ত হলে দ্বিতীয়বার করোনা হয় না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ এন্ড কন্ট্রোল প্রিভেনশনের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
গবেষকরা দাবি করেন, একজন মানুষ দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনাই নেই। পরীক্ষায় ত্রুটির কারণেই দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৭৭ জন পাওয়া গেছে যাদের মধ্যে দ্বিতীয়বার করোনা পাওয়া যায়। তবে পরীক্ষার ভুলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল বিজ্ঞানীরা দাবি করেছেন।
দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ এন্ড কন্ট্রোল প্রিভেনশনের গবেষকরা জানান, এইচআইভি এবং গুটিবসন্তের মত রোগের ভাইরাস মানুষের শরীরের কোষের নিউক্লিয়াসের মধ্যে ভেঙ্গে যায় এবং সুপ্ত অবস্থায় বহুদিন থাকতে পারলেও করোনা তেমনটি পারে না।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে সেরে উঠলে কেউ দ্বিতীয়বার আক্রান্ত হবে না, এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
আনন্দবাজার/ডব্লিউ এস