ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা রোগীদের সঙ্গ দিতে জাপানে রোবট কর্মী

করোনা রোগীদের নিঃসঙ্গতা দূর করতে এক অভিনব পন্থা বের করেছে জাপান। জাপানের বিভিন্ন হোটেলে থাকা করোনা রোগীদের সঙ্গ দিতে রোবট কর্মী নিয়োগ দিয়েছে টোকিওর মেট্রোপলিটন সরকার।

জাপানের রাজধানী টোকিওর পাঁচটি হাসপাতালে এ ধরনের রোবট কর্মী নিয়োগ দেয়া হয়েছে। সেখানে রাখা হয়েছে দুই ধরনের রোবট। এই রোবটগুলো তৈরি করেছে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক রোবোটিক্স।

রোবটগুলো প্রতিদিন রোগীদের রুমে গিয়ে তাদের তাপমাত্রা মাপার কথা মনে করিয়ে দেয়। এছাড়া তারা ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ’ এ ধরনের আশার কথা শুনিয়ে রোগীদের অনুপ্রেরণা দিয়ে থাকে। এছাড়া রোগীদের জন্য প্রতিটি হোটেলে ১৫ থেকে ২০ জন কর্মকর্তা, একজন চিকিৎসক, দু-তিনজন নার্স রয়েছে।

যাদের সামান্য কিছু লক্ষণ দেখা দিয়েছে টোকিও মেট্রোপলিটন সরকার তাদেরকে গত ১৭ এপ্রিল থেকে নির্ধারিত কিছু হাসপাতালে স্থানান্তর করেছে। টোকিওর হাসপাতালগুলোতে রোগীদের চাপ কমাতেই স্থানীয় প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে।

এসব রোগীদের সারাদিন রুমের মধ্যেই অবস্থান করতে হয়। দিনে মাত্র তিনবার খাবারের সময় হোটেলের লবিতে যেতে পারেন। তাদের খাবারের জন্য সময় নির্ধারণ করা রয়েছে। আর একারণেই সারাদিন রুমের মধ্যে বদ্ধ অবস্থায় থাকতে থাকতে রোগীরা যাতে একঘেয়ে হয়ে না উঠে তাই তাদের সঙ্গ দিতে রাখা হয়েছে রোবট কর্মী।

টোকিও মেট্রোপলিটন সরকারের মুখপাত্র নাসাতাকা সুজি বলেন, কোয়ারেন্টাইনের সময়টা রোগীদের জন্য খুবই একঘেয়ে হয়ে ওঠে। আমার মনে হয় এসব রোবট তাদের আনন্দ দিতে পারবে এবং তাদের এই বন্দি জীবনকে আরও স্বাচ্ছন্দ্যে ভরে তুলতে পারবে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন