করোনা ঝুঁকির মধ্যেই লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছে অর্ধ লক্ষাধিক জেলে। ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে করোনার এই ক্রান্তিলগ্নে নদীতে নেমেছে জেলেরা।
নদীতে নিষেধাজ্ঞা শেষ হলেও করোনা সংকটে মাছ শিকারে যেতে সরকারের কর্তৃক নেই বাড়তি কোনো নির্দেশনা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, যেহেতু বাজারে মাছ উঠছে, হাট বসছে ও বিভিন্ন স্থান থেকে মাছ সরবরাহ হচ্ছে, সে জন্য জেলেদেরও নদীতে নিষেধাজ্ঞা নেই। তবে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নদীতে একই নৌকাতে অনেক জেলেকে থাকতে হয়, এতে করোনা ঝুঁকি রয়েছে।
জেলে শফিক উল্যা ও মোরশেদ মাঝি জানায়, গত দুই মাস তারা নদীতে যায়নি। বাড়তি কোনো আয়ও নেই তাদের। এতে ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। করোনাতে ঝুঁকি হলেও তারা পেটের দায়ে নদীতে নেমেছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারে নেমেছে জেলেরা। করোনা ঝুঁকি থাকলেও এ নিয়ে সরকারের কোনো নির্দেশনা নেই।
এ প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, কোনো জেলের কাশি-জ্বর-সর্দিসহ করোনা উপসর্গে থাকলে তাকে অন্যদের সঙ্গে নদীতে নেওয়া পরিহার করতে হবে। ইলিশের মৌসুমে একসঙ্গে অবস্থান করতে হলেও নিজেদের সাধ্যমতো সচেতন থাকতে হবে। আর যেসব জেলেদের বাড়ির পাশে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী আছে তাদেরকে নদীতে না যাওয়ার পরামর্শ দেন তিনি।
আনন্দবাজার/ টিএসপি