ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উৎপাদন অব্যাহত কৃষি যন্ত্রাংশের

বগুড়া শিল্পনগরীতে কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য হালকা প্রকৌশল পণ্য উৎপাদন অব্যাহত রয়েছে। এই উৎপাদন চালু রেখেছে দেশের বৃহত্তম কৃষি যন্ত্রাংশ উৎপাদনকেন্দ্র বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। দেশের বিভিন্ন এলাকায় বোরো মৌসুমের ধান দ্রুত ঘরে তুলতে কৃষকদের কৃষি যন্ত্রাংশের চাহিদার কথা ভেবে এই শিল্পনগরীর কার্যক্রম চলমান রয়েছে।

বিসিক থেকে জানা যায়, বিভিন্ন ধরনের ৪৫টি হালকা প্রকৌশল শিল্পকারখানা রয়েছে বগুড়া বিসিক শিল্পনগরীতে। বর্তমানে এই শিল্প নগরীতে ৩৫টি শিল্প কারখানা চালু রয়েছে এবং গড়ে দৈনিক ১ কোটি টাকার অধিক মূল্যমানের হালকা প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদিত হচ্ছে। এই সব উৎপাদিত খুচরা যন্ত্রাংশ সমগ্র দেশের চাহিদা মিটিয়ে ভারত, নেপাল, ভুটানে রফতানি করা হয়।

বগুড়া বিসিক শিল্পনগরীর কর্মকর্তা এ কে এম মাহফুজুর রহমান বলেন, বগুড়া বিসিক শিল্পনগরী দেশের কৃষি যন্ত্রাংশের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ পূরণ করে। কৃষিসহ বিভিন্ন খাতের প্রয়োজনের কথা ভেবে করোনা পরিস্থিতির মাঝেও কারখানাগুলোতে প্রতিদিন কৃষি যন্ত্রাংশ যেমন -সেন্টিফিউগাল পাম্প, পিস্টন, টিউবওয়েল, সিএনজি অটোরিকশার ও জুটমিলের খুচরা যন্ত্রাংশ, মোটরসাইকেলের ব্রেক ড্রাম, নাট, বল্টুসহ অন্যান্য হালকা প্রকৌশল যন্ত্রাংশ উৎপাদন চালু রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবছর ভ্যাট ও ট্যাক্সবাবদ ১৬৩ কোটি টাকা রাজস্ব দেয় বগুড়া বিসিক শিল্পনগরীর শিল্পপ্রতিষ্ঠানগুলো। প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এই শিল্পনগরীতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন