মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তারল্য সংকটে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ছে না

তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে পারছে না। শেয়ারবাজারে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত টাকা হাতে নেই বলে পড়তি বাজারেও ব্যাংকগুলো হাত গুটিয়ে বসে আছে।

এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে ২০টি বাণিজ্যিক ব্যাংককে মৌখিকভাবে বলা হয়েছে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য। গত সপ্তাহে এ পরামর্শ পেয়েও ব্যাংকগুলো হাত গুটিয়ে বসে আছে।

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে অব্যাহত গতিতে দরপতন হচ্ছে। এতে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে। বাজারের দরপতন ঠেকাতে সরকারের উচ্চপর্যায়ে নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক ওই নির্দেশনা দিয়েছে।

সূত্র জানায়, ব্যাংকগুলো তাদের মোট মূলধনের ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের তথ্য পর্যালোচনা করে দেখেছে, ২০টি ব্যাংকের বিনিয়োগের হার ২৫ শতাংশের নিচে রয়েছে। অনেক ব্যাংকের বিনিয়োগ ১৫ শতাংশের কম। যে কারণে যেসব ব্যাংকের বিনিয়োগ কম রয়েছে, ওইসব ব্যাংককে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।

যেসব ব্যাংকের নির্ধারিত সীমার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে, সেগুলোর সমন্বয় করার সময়ও ইতিমধ্যে বাড়ানো হয়েছে। ফলে শেয়ারবাজার থেকে ব্যাংকগুলোর পুঁজি তুলে নেয়ার চাপ কমে যাবে। এতে একদিকে বাজারে তারল্য সংকট কমবে। অন্যদিকে নতুন বিনিয়োগ এলে তারল্য আরও বাড়বে। ফলে বাজারের অব্যাহত দরপতন ঠেকানো সম্ভব হবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সংবাদটি শেয়ার করুন