করোনাভাইরাস এর প্রভাবে জাহাজ নির্মাণ শিল্প ১০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখিন হবে বলে জানিয়েছে এসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড অব শিপবিল্ডিং ইন্ডাট্রিস অব বাংলাদেশ (এইওএসআইবি)। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
শনিবার (৪ এপ্রিল) এইওএসআইবি এর পক্ষ থেকে অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর কাছে লিখিত চিঠির মাধ্যমে এই সহযাগিতা চাওয়া হয়।
এসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড অব শিপবিল্ডিং ইন্ডাট্রিস অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, নোভেল করোনা (কোভিড-১৯) ভাইরাস সংক্রমিত হওয়ায় কারণে বাংলাদেশে বিদেশি ক্রেতা না আসায় এবং জাহাজ নির্মাণ শিল্পের কাচামাল আমদানি বন্ধ থাকার কারণে জাহাজ নির্মাণ শিল্পগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান দেশের শতাধিক জাহাজ নির্মাণ শিল্প বন্ধ রয়েছে। বেকার হয়ে পড়েছে এ শিল্পের সঙ্গে জড়িত লক্ষাধিক শ্রমিক। এ অবস্থা থেকে উত্তোরনের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং এই সেক্টরে বিশেষ অনুদান প্রদানের অনুরোধ জানান জাহাজ নির্মাণ শিল্প মালিকরা।
আনন্দবাজার/ডব্লিউ এস