ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে করোনা টেস্টের নতুন পদ্ধতি

প্রানঘাতী করোনা ভাইরাসে দিশেহারা সারাবিশ্ব। বিশ্বজুড়ে চলছে লকডাউন। দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। ভাইরাসটির প্রতিষেধক আবিষ্কারের জন্য দিন রাত গবেষণা চলছে। ২০টিরও বেশি প্রতিষেধক তৈরির কাজ চলছে। মানুষের দেহে পরীক্ষা করাও শুরু হয়েছে। যুক্তরাজ্যে অ্যান্টিবডির মাধ্যমে করোনা টেস্টের উন্নয়নের কাজ চলছে। জানা গিয়েছে আরেকটি ভিন্ন পদ্ধতি চালু হতে যাচ্ছে করোনা ভাইরাস টেষ্টের।

সাধারণত দুইভাবে এই ভাইরাস এর টেস্ট করা হয়। মুখের লালা টেস্টের মাধ্যমে এবং অ্যান্টিবডি টেস্ট যার উন্নয়নের কাজ চলছে। এই টেস্ট এর মাধ্যমে সহজেই করোনা ভাইরাস শনাক্ত করা যায়।

বিবিসির দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আঙ্গুল থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা হবে। এইচআইভি টেস্টের মতো। শরীরে ভাইরাস আছে কিনা এবং এ থেকে প্রতিরোধের উপায় কি তাও যানা যাবে অ্যান্টিবডি টেস্টে।

ব্রিটিশ কোম্পানি যারা এইচআইভি নিয়ে কাজ করেছিল তারা জানায়, করোনার পরীক্ষা পদ্ধতির উন্নয়ন করা সম্ভব আর এক সপ্তাহের মধ্যেই।  ইতোমধ্যে ৩৫ লাখ অ্যান্টিবডি টেস্ট কিট কিনেছে ব্রিটেন সরকার। কিন্তু এখনও প্রশ্ন রয়েছে এর যর্থাথতা নিয়ে।

আনন্দাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন