করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে প্রায় সব কলকারখানা। যেকারণে জ্বালানি তেলের চাহিদা চলে গেছে তলানিতে । এ অচলবস্থার কারণে পড়ে গেছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম কমতে কমতে নেমে এসেছে ২০ ডলারে।
কম্পানিগুলো বলছে এতে তাদের উৎপাদন খরচও উঠছে না। এ কারণে উৎপাদন ক্ষেত্রগুলো বন্ধ করা ছাড়া উপায় দেখছে না প্রতিষ্ঠানগুলো।
সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের দাম ৫.২ শতাংশ কমে ২০.৪০ ডলার হয়েছে প্রতি ব্যারেল। গত ১৮ বছরের মধ্যে যা সর্বনিম্ন। লন্ডনের ব্রেন্ট তেলের দাম ৮.৪ শতাংশ কমে হয়েছে ২২.৮৪ ডলার। যা ২০০২ সালের নভেম্বরের পর সর্বনিম্ন।
ইউবিএসের তেল বিশ্লেষক জিওভানি স্টোনোভো বলেন, কভিড-১৯ অসুস্থতা ছড়িয়ে পড়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্বের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা ব্যাপকভাবে কমেছে। এ অবস্থায় অনেক কম্পানিকে হয়তো তেল ক্ষেত্রগুলো বন্ধ করে দিতে হবে।
রিস্ট্যাড এনার্জির প্রধান বিজর্নার টনহোজেন বলেন, চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় তেলের বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গত একবছরে চাহিদা ২০ শতাংশ কমেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস