সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ব্রিটেনে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২১৬ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
খবরে জানানো হয়েছে, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি। যেখানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদিকে ভাইরাস মোকাবিলায় পুরো ব্রিটেন লকডাউন করায় সবাইকে থাকতে হচ্ছে নিজ নিজ বাসায়।
প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে গত ২০ মার্চ থেকে ব্রিটেনে স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় দেশটির সরকার।
সমস্ত বৃটেন এখন থমকে আছে লকডাউনের কারণে। দেশটির রাস্তায় রাস্তায় এক সময়ে উচ্ছাসে উল্লাসে মেতে থাকা শিশু কিশোররাও এখন গৃহবন্দী। তারা জানে না এই দুরাবস্থা থেকে কবে মিলবে মুক্তি।
তবে বন্ধ পেয়ে প্রায় সকল শিক্ষার্থীরাই সেরে নিচ্ছেন পরীক্ষার প্রস্তুতি। অন্যদিকে ব্যস্ত শহর লন্ডনে লকডাউনের সুযোগে পরিবার ও সন্তানকে বাড়তি সময় দিচ্ছেন মা -বাবারা। সন্তানদের কাছাকাছি থেকে মানসিকভাবে আত্মবিশ্বাসী ও মনোবল যোগাচ্ছেন তারা।
জানা যায়, লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন।
আনন্দবাজার/শাহী