ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার মার্কিন সিনেটর করোনাভাইরাসে আক্রান্ত

মার্কিন সিনেটর র‍্যান্ড পল এর করোনা ভাইরাস ধরা পড়েছে। এই প্রথম কোনো মার্কিন সিনেটর করোনা ভাইরাসে আক্রান্ত হল। রবিবার সিনেটর র‍্যান্ড পলের মুখপাত্র সের্জিও গোর এই খবর জানান।

গোর বলেন, সিনেটর র‍্যান্ড পলের শরীরে করোনা ধরা পড়েছে। তবে তিনি সুস্থ বোধ করছেন। এখন তিনি কোয়ারান্টাইনে আছেন। ব্যাপকভাবে সফর ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণে করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন তিনি। সেখানে এই ভাইরাস ধরা পড়ে।

গোর আরও বলেন, র‍্যান্ড পল এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগীর কাছা কাছি যাননি। কোয়ারান্টাইনের নির্ধারিত মেয়াদ শেষে তিনি আবার সিনেট অধিবেশনে যোগ দেবেন।

অবশ্য র‍্যান্ড পল এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দুই সদস্য ম্যারিও দিয়াজ-ব্যালার্ট এবং বেন ম্যাকঅ্যাডামস করোনা ভাইরাসে আক্রান্ত হন। আমেরিকায় প্রায় ৩১ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে প্রায় ৪০০ মানুষ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন