ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসই সূচক সাত বছরের মধ্যে সর্বনিম্নে

আবারও বড় পতনের মুখে দেশের পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সূচক ১৬৮ পয়েন্ট কমে ৩ হাজার ৬০৩  এ দাঁড়িয়েছে। বিগত ৭ বছরের মধ্যে যা সর্বনিম্ন। তবে লেনদেন গত কর্মদিবসের তুলনায় ২৩ কোটি টাকা বেড়ে ৪২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক ৪৮৩ পয়েন্ট কমে ১১ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন সেখানেও লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়্যল ফান্ডের মধ্যে ১৩টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

৩৩ কোটি টাকা বেড়ে ৪০৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে বুধবার মোট ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে।

এদিকে ডিএসই এর মতই সূচকের বড় পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে। একদিনেই সার্বিক সূচক সিএএসপিআই ৫৫১ পয়েন্ট কমেছে। দিন শেষে যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬০২ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া মোট ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ২৩৩টির দাম কমেছে। ১৬টির দাম রয়েছে অপরিবর্তিত। এক কর্মদিবসের ব্যবধানে ১১ কোটি টাকা কমে লেনদেন হয়েছে ১৩ কোটি টাকার।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন