ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় টলিউডের মেগা সিরিয়াল বন্ধ

সারা বিশ্বে এখন করোনা আতঙ্কে অস্থির অবস্থা বিরাজ করছে। সম্প্রতি এই ভাইরাসের সংক্রমন মোকাবেলায় বন্ধ হয়ে গেল টলিউডের সব শুটিং। টলিউডের ধারাবাহিক, সিনেমা এবং রিয়্যালিটি শোয়ের শুটিং আগামী ৩০ মার্চ পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কর্তপক্ষ।

অপরদিকে শুটিং বন্ধ হয়ে যাওয়ার ব্যাপক সমস্যায় পড়তে পারে জি বাংলা, স্টার বাংলাসহ বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত প্রচারিত মগা সিরিয়ালগুলো। কারণ নিয়মিত যে সিরিয়ালগুলো টেলিকাস্ট হয়, তার জন্য আগে থেকে তৈরি অ্যাপিসোড থাকে মাত্র কয়েকদিনের। তাই শুটিং বন্ধ হয়ে গেলে অনেকটা বিপদের মধ্যেই পড়বেন নির্মাতারা।

এক্ষেত্রে মেগা সিরিয়ালগুলো বন্ধের যে শঙ্কা তৈরি হয়েছে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধারাবাহিক নির্মাতারা। তবে জানা গেছে, চ্যানেলগুলো সিরিয়ালের আগের অ্যাপিসোড ঘুরিয়ে ফিরেয়ে দেখাতে পারেন। অর্থাৎ পুরনো এপিসোড টেলিকাস্ট হবে।

অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ১৬ মার্চ থেকে স্টার থিয়েটারসহ একাধিক সিনেমা হলের মালিক সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার/এইচ এস কে

 

 

সংবাদটি শেয়ার করুন