শেয়ারবাজারে অনেকটাই প্রভাব পড়েছে করোনার। কিন্তু এর মধ্য দিয়েই আজ বুধবার (১৮ মার্চ) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ৮৭৪ ও ১২৬৩ পয়েন্টে রয়েছে। এবং এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মূল্য বেড়েছে ১৮৪টির, কমেছে ৮৭টির ও অপরির্বতিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।
আরও পড়ুন : করোনা আতঙ্কে ক্রেতা শূন্য রাজধানীর চকবাজার
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৬৯ পয়েন্টে অবস্থান করে। আগে ১০টা ৪৫ মিনিটে সিএসইর সূচক বাড়ে ৭০ পয়েন্ট। কিন্তু এরপরই সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে মূল্য বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানি শেয়ার লেনদেন।
আনন্দবাজার/এইচ এস কে