ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আল আমীনের কবিতা : আগমন

ডান হাতে সেদিন সমুদ্র এসে শুয়েছিলো ক্লান্ত ষাঁড়ের মতন,
পাহাড় আমার বাম হাতে বসেছিলো হাঁটু গেড়ে দিয়ে;
সে যেন প্রেমিক প্রবর:
জয় করে এসেছে কিশোরীর পুরনো খোঁপার ঘ্রাণ!
আমার সেদিন বরেন্দ্র বাতাসে লোভাতুর হয়ে ওঠা মন,
কেবল ত্রয়োদশীর বেনুণীর খাঁজে চোখ লটকে থাকা সন্ধ্যেকাল!
মাথার উপর হঠাৎ নুয়ে আসে আকাশ, চোখের ধারে ঝর্ণা নাচে ময়ূরীর নাচ;
পাহাড়ের খাড়িপথ বেয়ে নেমে আসা সাদা ঘাগরায় চমকাতে দেখলাম তোমায়,
মাথায় হীরের মুকুট, তর্জনীতে জড়ানো মতিহার,
চোখের সামনে ধরে কব্জির উপর কবজি,
বাঁজাচ্ছো হাতভর্তি কাঁচের চুড়ি সে কোন বেহাগে জানিনি তখন!
হাসছো তুমি, দাঁতগুলো জ্বলছে হীরের আলোয়,
দুই হাতে ধরে ঘাগরার ঝুল, নেমে আসছো হুরের সখি
তুমি আমার দিকেই;
পাহাড় তখন কাঁপছে আমার হৃদপিণ্ড ধরে; সাগর তখন উৎসুক ঢেউয়ে;
আমার পেছনে উজাড় সবুজে গেয়ে উঠেছে পাখি;
বৃষ্টির ঢলে কই আমি! সহসা যেন চিনে ফেলি আমি;
হাতে নিয়ে সেই শ্যাওলাপুকুরে খুঁজে পাওয়া রূপোর নুপূর!
নেমে এলে তুমি আমার বুকের কাছেই!
আশ্চর্য! তোমার এক পায়ে নূপুর ছিলো না!
আমিই পরালেম তোমারে আরেক পা কোলে তুলে নিয়ে…
আজ আমার বিছানায় পদ্মফুলের ঘ্রাণ।

সংবাদটি শেয়ার করুন