ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বিশ্ব বাজারে তেলের মূল্য হ্রাস

সম্প্রতি পেট্রোলিয়ার রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের দেওয়া প্রস্তাবে রাশিয়া রাজি না হওয়ায় গত শুক্রবার ৭ শতাংশের বেশি মূল্য কমেছে তেলের। যার ফলে তেলের মূল্য গত প্রায় ৩ বছরের মধ্যে নিম্নে চলে এসেছে।

তবে ওইদিন ব্রেন্টের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ৩.৭১ মার্কিন ডলার বা ৭.৪% কমে দাঁড়িয়েছে ৪৬.৩১ মার্কিন ডলার। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেল তেলের মূল্য ৭.৪ শতাংশ বা ৩.৪১ মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৪২.৪৯ মার্কিন ডলার।

তবে ২০১৭ সালের জুলাই মাসে ব্রেন্টের বাজারে এবং ওই বছরের জুনে শেষ ডব্লিউটাই-এর বাজারে শেষবার তেলের মূল্য এতটা কমেছিল।

কিন্তু ওপেক বিশ্বের বাজারে মূল্যের হ্রাস নিয়ন্ত্রন করতে প্রতিদিন আরও দেড় কোটি ব্যারেল তেলের উৎপাদন কম করার পক্ষে । তবে ২০২০ সাল শেষ না হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রমের পক্ষে তারা। কিন্তু রাশিয়া এই প্রস্তাবে কোনভাবেই রাজি নয়। কিন্তু রাশিয়াকে বাদ দিয়ে উৎপাদন কমের পক্ষে নয় বিশ্বের তেল উৎপাদক দেশগুলির সংগঠনগুলো।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন