করোনা ভাইরাসের প্রভাব বিপর্যস্ত গোটা বিশ্ব অর্থনীতি। বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের আমদানি- রফতানি। এতে ক্ষতিগ্রস্থের মুখেও পড়েছে বিমান খাতও।
সম্প্রতি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় ইউরোপের এয়ারলাইন্সগুলো।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় বিমান টিকিটের দাম কমাতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলো।
এ পরিস্থিতি কতদিন যাবত চলবে তা ঠিক করে কেউই বলতে পারছে না। আতঙ্ক তৈরি হচ্ছে প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়েও। বিশ্বব্যাপী ফ্লাইট পরিচালনা না করতে বিভিন্ন দেশের সরকারের চাপ রয়েছে।
জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়নের সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনে জানানো হয়েছে, এ ভাইরাসের কারণে যে ২০টি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ তার একটি। এতে এই ২০টি দেশের অর্থনীতিতে ৫০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ২০ দেশের তালিকায় বাংলাদেশ
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, কাঠ ও আসবাব শিল্প এবং চামড়া শিল্পে ক্ষতির আশঙ্কা করছে তারা। তবে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের চামড়া শিল্পে। এই শিল্পে দেড় কোটি ডলার ক্ষতির হওয়ার সম্ভাবনা করা হচ্ছে।
আনন্দবাজার/রনি