কেলেঙ্কারির ভীতি না রেখে সরকারি ব্যাংকগুলোকে ঋণ দেয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর ফজলে কবির। হলমার্কের কেলেঙ্কারির পর সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তাদের মাঝে ঋণ দেয়ার ক্ষেত্রে অনেক সংকোচ ও ভীতি রয়েছে।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২০ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজলে কবির বলেন, ডিসেম্বর ২০১৯ সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ হাজার কোটি টাকা। তবে এই খেলাপি ঋণ মোটেই অস্বাভাবিক কিছু না।
তিনি আরো বলেন, ২০১৮ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১১ দশমিক ৯ শতাংশ। ২০১৯ সালের ডিসেম্বরে এসে তা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। পার্শ্ববর্তী দেশগুলোতে এর চেয়ে বেশি খেলাপি ঋণ। কারণ এটা গ্রস খেলাপি ঋণ। আর নীট খেলাপি ঋণ ২ শতাংশের নিচে রয়েছে।
খেলাপির ক্ষেত্রে শুরুতেই মামলায় না যাওয়ার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, প্রতিষ্ঠান কোনও সমস্যায় পড়লে তাকে যতটুকু প্রয়োজন সহায়তা করে কর্মযজ্ঞে ফিরে যাওয়ার সহযোগিতা করতে হবে। কারণ মামলা করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, কর্মসংস্থানে বাধা সৃষ্টি হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস