চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণের নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের গমের বাজারে। গমের দামে বড় পতন দেখা দিয়েছে সর্বশেষ কার্যদিবসে। আড়াই মাসের মধ্যে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন গমের দাম কমে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
খাতসংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাসের সংক্রামনের কারণে চাহিদা না বাড়লে আগামী দিনগুলোতে মন্দা ভাব বজায় থাকতে পারে ইউরোপের গমের বাজারে।
প্যারিসভিত্তিক ইউরোনেক্সট এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে টনপ্রতি গম বিক্রি হয়েছে ১৮৪ দশমিক ২৫ ইউরো বা ২০০ ডলার ২৪ সেন্টে্ যা আগের দিনের তুলনায় টনপ্রতি ২ দশমিক ৭৫ ইউরো কম। একদিনের ব্যবধানে কৃষিপণ্যটির দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। গত বছরের ১২ ডিসেম্বরের পর এটাই গমের সর্বনিম্ন দাম।
স্থানীয় ট্রেডাররা জানান, চীনের পর ইউরোপেও নভেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এ পরিস্থিতি গমের চাহিদা সাময়িক কমিয়ে দিয়েছে। ফলে প্রভাব পড়েছে কৃষিপণ্যটির দামে। আগামীতে ভাইরাস সংক্রমণ দ্রুত কমে না এলে গমের চাহিদা কমতির দিকে থাকতে পারে। এতে ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদে কৃষিপণ্যটির দরপতন বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার/ টি এস পি