লক্ষ্মীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। উৎপাদন ব্যয়ের তুলনায় লাভ বেশি থাকায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। এবার আবহাওয়া অনুকূলে থাকার কারণে সরিষার ফলনও ভালো হয়েছে। এতে খুশি চাষিরা। এবার উৎপাদিত সরিষা থেকে ৩০ কোটি টাকা আয় হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুসারে, চলতি মৌসুমে এবার লক্ষ্মীপুরে ৪০০ হেক্টর জমিতে টরি-৭, বারি-১৪, বারি-১৫ জাতের সরষে আবাদ হয়েছে। যা বিগত বছরের চেয়ে ১৩০ হেক্টর বেশি। চলতি মৌসুমে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০০ মেট্রিক টন। এর বাজারমূল্য ৩০ কোটি টাকা। কিন্তু ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সরিষা উৎপাদন হবে বলে আশাবাদ স্থানীয় কৃষি বিভাগের।
সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের কয়েকজন সরিষা চাষি জানান, অনুকূল আবহাওয়া এবং সময়মতো বীজ রোপণ করতে পারায় এবার সরিষার ভালো ফলন হয়েছে। চাষিরা জানাযন, সরিষা চাষাবাদে খুব বেশি কীটনাশক ওষুধ ব্যবহার করতে হয় না। ক্ষেতে পোকামাকড়ের আক্রমণও কম থাকে। এতে করে উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি ।
কৃষি বিভাগের পরামর্শ এবং সঠিক তদারকি পেলে এ অঞ্চলে সরিষা আবাদ আরও বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছেন কৃষকরা।
আনন্দবাজার/এফআইবি