ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাট রেজিস্ট্রেশন পাবে ফেসবুক-গুগল

বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর ঢাকায় আবাসিক অফিস না থাকলেও তাদের সরাসরি বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দিবে জাতীয় রাজস্ব বোর্ড। যার মাধ্যমে তাদের সেবার ওপর থেকে সহজেই ভ্যাট আদায় করা যাবে।

ফেসবুক, গুগল, ইউটিউব এবং মাইক্রোসফটকে বিআইএন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মূলত ভ্যাট প্রদানের ক্ষেত্রে কোম্পানিগুলোর জটিলতার বিষয়টি এনবিআরের সামনে তুলে ধরার পরেই তারা তাদের নিয়ম কিছু শিথিল করার সিদ্ধান্ত নেয়।

এনবিআরের এক কর্মকর্তারা জানান, প্রতি বছর বাংলাদেশে থেকে এই চারটি কোম্পানির কাছ থেকে অন্তত দুই হাজার কোটি টাকার সেবা কেনা হয়। ১৫ শতাংশ হারে ভ্যাট ধরলে এখান থেকে সরকারের অন্তত তিনশ’ কোটি টাকা প্রাপ্য। তাছাড়া প্রতিদিনিই এই খাতটি বড় হচ্ছে। সেক্ষেত্রে সরকার রাজস্ব আয়ের এতো বড় একটি খাত হাতছাড়া করতে চাইবে কেনো?

চলতি বছর বাজেটে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ক্লাউড কম্পিউটিংয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট বাধ্যতামূলক করেছে। এই ভ্যাট কার্যকর করা হয়েছে জুলাই থেকেই। কিন্তু এটি কার্যকর করা যাচ্ছিল না অনাবাসী কোম্পানির বিআইএন নিবন্ধনের সুযোগ না থাকায়।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন