সম্প্রতি চালের দাম বাড়ায় বেশ বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। তবে খুচরা ব্যবসায়ীরা এই মূল্য বাড়ার জন্য দায়ী করছেন মিল মালিকদের। অপর দিকে মিলের মালিকরা জানিয়েছেন, চাষীদের কাছ থেকে সরকার বাড়তি দামে ধান ক্রয় করায় তার প্রভাব পড়েছে বাজারে।
তবে দেশের বেশিরভাগ চাল উৎপাদন হয় দিনাজপুরে। এবং সেখানকার বাজারে সরবরাহও অনেক ভালো। কিন্তু গেল এক মাসের ব্যবধানে প্রকার ভিত্তিক প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা।
আরও পড়ুন : এসএসসি পর্যন্ত একটি বিভাগ হওয়া উচিত : প্রধানমন্ত্রী
এই ব্যাপারে খাদ্য বিভাগ বলেন, মার্চের মাঝ থেকে সরকারের ১০ টাকা কেজি দরে মোটা চাল বিতরণ শুরু হলেই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে। তবে এ বছর মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে সারা দেশে ৫০ লাখ পরিবারের মাঝে দেড় লাখ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।
আনন্দবাজার/ এইচ এস কে