ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৭০৫ মিলিয়ন ডলারে চীনা প্রতিষ্ঠান কিনে নিল যুক্তরাষ্ট্র

বাজার বৃদ্ধির লক্ষ্যে খাদ্যপণ্য বিক্রি করে এমন একটি বড় চীনা প্রতিষ্ঠান কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকো। এর জন্য পেপসিকোর ব্যয় হচ্ছে প্রায় ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে বি অ্যান্ড চেরি নামের স্ন্যাকস বিক্রেতা প্রতিষ্ঠানটির বাজার বেড়েছে প্রায় চারশ শতাংশ। চীনের হাংঝৌ শহরকেন্দ্রিক প্রতিষ্ঠানটি মূলত বাদাম, শুকনো ফলসহ অন্যান্য স্ন্যাক জাতীয় পণ্য অনলাইনে বিক্রি করে। গত বছর তাদের লাভের পরিমাণ ছিল প্রায় ১৭১ মিলিয়ন ইউয়ান, যা ২০১৮ সালের তুলনায় অন্তত ৩২ শতাংশ বেশি।

বি অ্যান্ড চেরির বর্তমান মালিক হাওজিয়াংনি হেলথ ফুড। তারা ২০১৬ সালে ৯৬০ মিলিয়ন ইউয়ান বা ১৩৬ দশমিক ৫ মিলিয়ন ডলার দিয়ে প্রতিষ্ঠানটিকে ক্রয় করেছিল। এবার তাদের কাছ থেকে বি অ্যান্ড চেরিকে পেপসিকো কিনে নিচ্ছে প্রায় পাঁচগুণ বেশি দামে।

গেল কয়েক দশক ধরেই চীনে নিজেদের বাজারবৃদ্ধির চেষ্টা করছে পেপসিকো। এজন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে তারা। গেল বছর তারা চীনের অন্যতম খাদ্য উৎপাদক একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনেছে।

পেপসিকোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রামোন লাগুয়ার্তা বিনিয়োগকারীদের জানান, ‘পেপসিকোর একটি বড় সুযোগ হলো আন্তর্জাতিক ব্যবসা বাড়ানো। আর চীন, অবশ্যই একটি বড় বাজার, যেখানে আমাদের ভালো ব্যবসা রয়েছে। এটা এখন ভালোভাবে বৃদ্ধি পাচ্ছেৃ কিন্তু সুযোগটা আরও বড়, আরও উঁচু।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন