ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দর পতনে সূচক ও লেনদেন

শেয়ারবাজারের গতি অনেকটাই ফিরছিল। কিন্তু গতকাল রবিবারের মত আজ সোমবারও একই ধারায় অব্যাহত রয়েছে শেয়ারবাজারের কার্যক্রম। অর্থাৎ আজও দর পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। দেশের প্রধান দুই শেয়ারবাজারে কমেছে সব সূচক। সেই সাথে কমেছে টাকার লেনদেন ও বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিট দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ৬৫১ পয়েন্টে। এবং টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬০০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার এবং ইউনিট। যা পূর্বের দিন থেকে ৬৭ কোটি ৮৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৪৫ লাখ টাকার।

আরও পতুন : মালয়েশিয়া পাচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী

অপরদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮০ পয়েন্টে। এবং আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার এবং ইউনিট।

আনন্দবাজার/এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন