করোনা ভাইরাসের কারণে আমদানি-রফতানিতে বিঘ্ন ঘটায় ব্যাংকিং খাতে লেনদেন বিলম্বিত হওয়ার আশঙ্কা করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। শনিবার ২২ ফেব্রুয়ারি রাজধানীর ফেডারেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
এফবিসিসিআই সভাপতি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে চীনের মোট বাণিজ্য প্রায় ১৪.৬৮ বিলিয়ন ডলারের। পোশাক খাতে বিশেষ করে ওভেন খাতের কাঁচামালের ৬০ শতাংশ আসে চীন থেকে। অন্যদিকে নীট খাতে আসে প্রায় ২০ শতাংশ কাঁচামাল। এছাড়া অন্য অনেক শিল্পে কাঁচামালের প্রধান উৎস চীন। করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনীতির ম্যানুফ্যাকচারিং ভ্যালু চেইনের ৮০ শতাংশের মতো প্রায় এক মাস স্থগিত ছিলো।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। যে সব ঋণপত্র আগেই খোলা ছিলো সেগুলো জাহাজিকরণ ও ডকুমেন্টস পাওয়ায় জটিলতা দেখা দিচ্ছে। নতুন ঋণপত্র খোলাও কমে গেছে। এ কারণে পোশাক খাত, প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক, মেডিক্যাল সামগ্রী, কম্পিউটার, যোগাযোগসহ সব খাতে স্বাভাবিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/ডব্লিউ এস