ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লবণ চাষিদের গলার কাঁটা সোডিয়াম সালফেট

শঙ্কা অবস্থায় আছেন দেশের লবন চাষিরা। লবন উৎপাদন করে ন্যায্যমূল্য না পেয়ে মাঠ ছাড়ছেন চাষিরা। তবে এ বছর লবন মৌসুম পেরিয়ে গেছে দু’মাস। কিন্তু চলতি বছর এই  দুই মাসে লবন উৎপাদন হয়েছে মাত্র ৩৯ হাজার ম্যাট্রিক টন। গেল বছরও মৌসুমে একই সময়ে ১ লাখ লবন উৎপাদন হয়েছিল।

তাই চলতি বছরের লবন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে খুবই শঙ্কায় আছে বিসিক। তবে উৎপাদন বাড়াতে চাষিদের লবন চাষে ফেরাতে এবং তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেইয়া হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

কক্সবাজারের উপকূলই হচ্ছে লবন চাষের মাঠ। মৌসুমে লবন চাষে অনেক ব্যস্ত সময় পাড় করেন চাষিরা। কিন্তু চলতি বছর লবন চাষের মাঠ একেবারেই ফাঁকা। তাদের অভিযোগ তারা ন্যায্য দাম পাচ্ছেন না এবং এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আর চাষ করবেন না। তারা স্থানীয় চাষিরা জানান, সংসারের খরচ ছেলেমেয়েদের পড়াশুনা থেকে শুরু করে বেঁচে থাকার জন্য আমাদের সবকিছুরই জন্য নির্ভর করতে হয় লবণের চাষের ওপর।

আরও পড়ুন : কারিগরি শিক্ষার ওপর প্রধানমন্ত্রীর গুরূত্বারোপ

অপরদিকে লবণ নিয়ে বেশ চিন্তায় আছে ৩০০ মিল মালিকও। তারা অভিযোগ করছেন, একটি চক্র বিদেশ থেকে সোডিয়াম সালফেটের নামে লবণ আমদানি করছে এবং এটি বারবার সরকারের দপ্তরগুলোকে জানানোর পরও কাজ হয়নি। যে কারণে দেশের লবণ শিল্প আজ ধ্বংসের মুখে।

এই ব্যাপারে লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির জানান, বর্তমানে সোডিয়াম সালফেট অহরহ আমদানি করছে বেশ কিছু চক্র। এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ জেলা প্রসাশককে আমরা চিঠি দিয়েছি। কিন্তু এই ব্যাপারে এখনও সেরকম কোন পদক্ষেপ নেয়নি তারা।

আনন্দবাজার / এইচ এস কে 

সংবাদটি শেয়ার করুন