স্ক্র্যাপ জাহাজ ভাঙার লাইসেন্স দিয়ে নিয়ম লঙ্ঘন করে নতুন জাহাজ নির্মাণ করছে অনেক ইয়ার্ড। রাজস্ব ফাঁকি দিতেই পরিত্যক্ত জাহাজের যন্ত্রাংশ দিয়ে বানানো হচ্ছে নতুন নতুন নৌযান। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাঁচটি ইয়ার্ডে নতুন জাহাজ নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এসব ইয়ার্ডের মধ্যে মেসার্স এইচএ মান্নান স্টিল, মেসার্স ক্রিস্টাল শিপার্স লিমিটেড, মেসার্স ওশান ইস্পাত, মেসার্স জিরি সুবেদার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড এই চারটি শিপইয়ার্ডে পুরনো স্ক্র্যাপের সহায়তায় তৈরি করা হচ্ছে বার্জ জাহাজ।
এছাড়া মেসার্স আরএ শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রমাণ পাওয়া না গেলেও সেখানে গোপনে নতুন জাহাজ নির্মাণ হচ্ছে বলে ধারণা পরিবেশ অধিদপ্তরের।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, জাহাজ ভাঙা শিল্প এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য ভিন্ন ছাড়পত্র সংগ্রহ করতে হয়। কিন্তু কেউ জাহাজ ভাঙা শিল্পের জন্য লাইসেন্স নিয়ে জাহাজ নির্মাণ করতে পারে না। আমাদের কাছে যে প্রমাণ আছে তাতে চারটি প্রতিষ্ঠান সরাসরি পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই ছয়টি নতুন জাহাজ নির্মাণ করছে। আমরা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।
আনন্দবাজার/ডব্লিউ এস