ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমা খাতে প্রিমিয়াম আয় বেড়েছে কোম্পানিগুলোর

গত বছরের চেয়ে ৯০ কোটি ৭৯ লাখ ৮ হাজার টাকা বেশি আয় হয়েছে দেশের লাইফ-ননলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর গ্রস প্রিমিয়াম থেকে। এবছর কোম্পানিগুলোর গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১ হাজার ৩২৯ কোটি ৯ লাখ ১ হাজার টাকা। সে হিসেবে যা ৭ দশমিক ৩৩ শতাংশ বেশি।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বিশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

আইডিআরএ’র তথ্য অনুযায়ী, জীবন বিমা কোম্পানিগুলোর (লাইফ) এবং নন লাইফ কোম্পানিগুলোর মোট ১ হাজার ৩২৯ কোটি ৯ লাখ ১ হাজার টাকা প্রিমিয়াম আয় হয়েছে। যার মধ্যে জীবন বিমা কোম্পানিগুলোর আয় হয়েছে ৯৬০ কোটি ৮২ লাখ ২ হাজার টাকা। আর সাধারণ বিমা কোম্পানিগুলোর ৩৬৮কোটি ২৭ লাখ টাকা আয় হয়েছে।

সরকারি-বেসরকারি, লাইফ-ননলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মিলিয়ে দেশে বিমা কোম্পানি রয়েছে সর্বমোট ৭৯টি। কোম্পানিগুলো ২০১৯ সালে এই আয় করেছে।

বিমা সংশ্লিষ্টরা মনে করছেন, বিমা কোম্পানির সংখ্যা অনুসারে বিমা খাতের প্রবৃদ্ধি হচ্ছে না। যে কারণে প্রিমিয়াম আয় তেমন বাড়ছে না। অনৈতিক কমিশন বাণিজ্য, গ্রাহকদের বিমা দাবি পরিশোধ না করায় আস্থা সংকটের কারণে ব্যাংক খাতের মতই বিমা খাতও আশানরূপ বৃদ্ধি পাচ্ছে না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন