ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লি নির্বাচনে বিজেপির ভরাডুবি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপিকে বিপুল ব্যবধানে হারিয়ে আবারও ক্ষমতায় ফিরেছে আম আদমি পার্টি (আপ)। দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৩টিতেই জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপবা। অপরদিকে বিজেপির আসন গত নির্বাচনের (৩টি) চেয়ে সামান্যই বেড়েছে।

পর্যবেক্ষকরা জনান, এবারের নির্বাচনকে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণের দিকে ঠেলে দিতে চেয়েছিল। কিন্তু তা সফল হয়নি। এর কারণ দিল্লি শহরের ভোটাররা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ বা উন্নয়নের কর্মসূচীকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন।

বস্তুত পাড়ায় আট-নমাস আগের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনের মধ্যে সাতটিতেই জয়লাভ করেছিলো বিজেপি। তবে এই বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ৯০ শতাংশ জিতে নেবে তা দলীয় সমর্থকরাও কখনোই আশা করতে পারেননি।

নাজিয়া চৌধুরী বিবিসিকে বলেন, কেজরিওয়াল জিতবেন যাবে এটা সকলেরই জানাই ছিল। এর বাস্তবতাও হলো উনি সত্যিই কাজ করেছেন।

বিজেপি মুখপাত্র বিবেক রেড্ডি অবশ্য মনে করছেন, স্থানীয় পর্যায়ে কেজরিওয়ালের কোনও প্রতিদ্বন্দ্বী তুলে ধরতে না পাড়ায় এবং তার সরকারের বিনি পয়সায় জল-বিদ্যুৎ বিলোনোর রাজনীতিই বিজেপির পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দিল্লিতে হ্যাটট্রিক করে ক্ষমতায় আসা অরবিন্দ কেজরিওয়ালকে এর মধ্যেই অভিনন্দন জানিয়েছেন মমতা ব্যানার্জিরসহ বিভিন্ন বিরোধী নেতারাও।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন