ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্মাননা পাবে সর্বোচ্চ ভ্যাটদাতা ১০ প্রতিষ্ঠান

সদ্য সমাপ্ত হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করা ১০টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ এই সম্মাননা প্রদান করবেন।

জানা যায়, ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হয়েছে। এরপরে রয়েছে এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড ও সারাহ লাইফ স্টাইল লিমিটেড। এই তিনটি প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করেছে যথাক্রমে ৩৭.৩৬ লাখ, ৩৪.৭৭ লাখ ও ৩২.০৫ লাখ টাকার।

এছাড়া র‌্যাংকস ইলেকট্রনিক্স লিমিটেড, হাতিল কমপ্লেক্স লিমিটেড, মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফিট এলিগেন্স লিমিটেড, নাভানা ফার্নিচার লিমিটেড, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড এবং বঙ্গ বেকারস লিমিটেড ও সম্মাননা পাবে।

সর্বমোট ৬.৪৬ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে এবারের মেলায়। যা গতবার হয়েছিল ৭.০২ কোটি টাকা।

চলতি মাসে দিনক্ষণ নির্ধারণ করে ব্যবসায়ীদের এই বিশেষ সম্মাননা প্রদান করবে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতেই বাণিজ্য মেলায় সংগৃহীত সর্বোচ্চ ভ্যাটদাতাকে প্রতি বছর এই সম্মাননা দেয়া হয়।

আনন্দবাজার/ টি এস পি  

সংবাদটি শেয়ার করুন